রবিবার, ২৯ মে, ২০১৬

পীরের মুরিদ,প্রচলিত তাবলীগ জামা'আতের সাধারন চিল্লাওয়ালা, রাজনৈতিক দলের সাধারন করমী সকলেই নিজ নিজ কর্মকে জিহাদ বলে আখ্যায়িত করে।

কোন মন্তব্য নেই:

#পীরের মুরিদ,প্রচলিত তাবলীগ জামা'আতের সাধারন চিল্লাওয়ালা, রাজনৈতিক দলের সাধারন করমী সকলেই নিজ নিজ কর্মকে জিহাদ বলে আখ্যায়িত করে।
.
কেউ নফসের জিহাদ,
কেউ কলমের জিহাদ,
কেউ যিকরের জিহাদ,
কেউ বক্তৃতা-বিবৃতি ও মিছিলের জিহাদ।
.
আবার,
কেউ দীর্ঘ বয়ান করে মুরগির রান চিবায় আর বলে যে, এটাও একটা জিহাদ কারন এতেও কম কষ্ট করা হচ্ছে না।
.
মেয়ে লোক বাচ্চাকে দুধ পান করায় আর এটা দেখে আমাদের মুফতি-আলেম সাহেবেরা দেখে বলে এটাও জিহাদ।
.
এভাবে কেউ কেউ স্ত্রী সহবাস করে আর বলে যে এটাও জিহাদ।
.
এভাবে জিহাদ থেকে বিভ্রান্ত করার জন্য জিহাদের শাব্দিক অরথ কে কেন্দ্র করে চক্রান্ত করা হয়েছে।
.
অথচ মুহাদ্দিসীনে কিরামগন সকলেই হাদীসের  কিতাবে জিহাদের অধ্যায়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার হাদীস গুলোকেই বরননা করেছেন।
.
নফসের জিহাদ,কলমের জিহাদ, বক্তৃতার জিহাদ বিষয়ক কোন হাদীস সেখানে উল্লেখ করেন নি।
.
মদীনার অলি-গলিতে যখন 'হাইয়্যা আলাল জিহাদ' বলে ঘোষনা করা হতো,ডাকা হতো তখন সাহাবায়ে কেরাম পাগড়ি আর জায়নামাজ নিয়ে যিকির আর নফসের জিহাদ করার জন্য ছুটে আসতেন না বরং
লোহার পোষাক পরে হাতে তীর-ধনুক,তরবারি আর বর্শা নিয়ে উঠে বা ঘোড়ায় চড়ে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে ছুটে আসতেন।
.
সুতরাং,
জিহাদ বলতে সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসীনে কিরাম,ফুকাহায়ে কিরাম ও সকল সালাফদের সালেহীনদের যে অরথ বুঝেছেনন সেটাই জিহাদের সঠিক অরথ।
.
এমনকি বরতমান যুগের কাফির-মুশরিকরাও জানে জিহাদ অরথ কি?
বাংলাদেশের প্রত্যেক মসজিদে মুজাহিদ কমিটি থাকলেও কাফির-মুশরিক, ইহুদি-খ্রিস্টানরা তাদের কিছুই বলেনা বরং তাদেরকে নিজেদের সহযোগীই মনে করে কিন্তু যদি কোন জায়গায় কয়েকজন মুসলিম যুবক অস্ত্র নিয়ে প্রস্তুত হয় বা সামান্য ব্যায়াম করে তখনই কাফিররা তাদেরকে টার্গেট করে ও তাদের বিরুদ্ধে একশনে যায়, বোমা হামলা চালায়,ড্রোন হামলা চালায়।
.
অপর দিকে তথা কথিত মুজাহিদ কমিটির সদস্যরা বিশাল বিশাল সভা-সমাবেশ, মিছিল-মিটিং অথবা যিকিরের আওয়াজে মসজিদ ফাটিয়ে ফেললেও কুফফাররা তাদের দিকে কোন ভ্রক্ষেপই করেনা।
.
সময়ের অপচয় মনে করে তাদের কোন খোজ-খবর নেওয়ারও প্রয়োজন মনে করে না।
.
বুঝা গেল,সত্যিকার জিহাদ কোনটি তা কাফের-মুশরিকরাও জানে।অথচ,অধিকাংশ মুসলিমরা তা জানে না।
.
.
.
বই:দ্বীন কায়েমের সঠিক পথ।
লেখক:আমার প্রান-প্রিয় শাইখ মুফতি জসীমুদ্দিন রহমানি হাফিযাহুল্লাহ।
পাতা নং:২৩৯-২৪০।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top