মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

মূদ্রার ওপিঠ

কোন মন্তব্য নেই:

মূদ্রার ওপিঠ
.
.
.
- তোমার নাম?
.
- উম্মে রুমান।
.
- উম্মে রুমান কে ছিলেন জানো?
.
- জ্বী না।
.
- উনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী।
.
- (হাসি)
.
- উসমান রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন জানো?
.
- জ্বী না।
.
- উনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী।
.
- (হাসি)
.
- সাহাবী কাদের বলে জানো?
.
- জ্বী না।
.
- যারা সাসুল সাঃ এর সঙ্গী ছিলেন তাদের বলে সাহাবা বা সাহাবী।
.
- (হাসি)
.
- রাসুল কাদের বলে জানো?
.
- জ্বী না।
.
- আমাদের রাসুল কে ছিলেন জানো?
.
- হযরত মোহাম্মদ সাঃ।
.
- (এবার আমার হাসি)।
এটাও না পারলে খুব রাগ করতাম।
মেয়েটার বয়স ১৪। মেয়েটির কোন দোষ আমি দেইনা। শিশু মনে তাইতো সে জানবে যা তার বাবা- মা জানাবে। আমাদের সমাজে একটা ভয়াবহ মিথ্যার খুব প্রচলন আছে যে, শেষ বিচারের দিন যখন কোনভাবেই একজন মুসলিমকে জান্নাতের উপযুক্ত পাওয়া যাচ্ছে না, তখন সুন্দর নামের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবেন।
এজন্য আজ আমাদের নামের অর্থ বা উতস সবই অসাধারন তবে কর্মক্ষেত্রে এর সাথে দূরতম সম্পর্কও নেই। এমন একটা সময় ছিলো যখন রব, নবী, রাসুল, সাহাবা, দ্বীন, খুলাফায়ে রাশিদা ইত্যাদি বেসিক ইসলামী টার্মস কোন মুসলিম সন্তান জানবে না, তা ভাবাটা অকল্পনীয় ছিলো।
এখন যেন তা জানানোটাই বাচ্চার সময় নষ্ট করার মতো হয়ে দাড়িয়েছে। ফেসবুকে দেখলাম জিপিএ ৫ পাওয়া ছাত্ররা কেনো অপারেশন সার্চ লাইট, স্মৃতিসৌধ কোথায়, জিপিএ মানে কি তা না জানার জন্য হাহাকার পড়ে গেছে।
কিন্তু যখন আমরা আল্লাহর সামনে দাড়াবো তখন জিপিএ মানে কিংবা নিউটনের তত্ব কি তা না জানার জন্য আমার কি কোন শাস্তি হবে, কিংবা তাতে কি কিছু যায়-আসবে? অবশ্যই না।
কিন্তু যদি আমার সন্তান মহান রবের সামনে এমন অবস্থায় দন্ডায়মান হয় যখন সে জানে না রব মানে কি বা রাসুল মানেই বা কি তখন কি হবে আমাদের বা আমাদের সন্তানদের?
তারা কি আমার আপনার দিকে আঙ্গুল তুলবে না তখন? সেই আঙ্গুল তোলার পরিণাম আল্লাহ নিজেই বলেছেন খুব খারাপ হবে।
ভেবে দেখুন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স। কার হাতে ভাবার কতটুকু সময় আছে তা কে বলতে পারে?
.
কালেক্টেড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top