রবিবার, ২৯ মে, ২০১৬

#যুগে যুগে যারা দ্বীনে হ্বকের বিরোধিতা করেছে তাদের চিন্তা-ভাবনা, লক্ষ্য-উদ্দেশ্য একই ছিল এবং এখনো আছে।

কোন মন্তব্য নেই:

#যুগে যুগে যারা দ্বীনে হ্বকের বিরোধিতা করেছে তাদের চিন্তা-ভাবনা, লক্ষ্য-উদ্দেশ্য একই ছিল এবং এখনো আছে।
পরিবরতন হয় শুধু ব্যক্তি এবং কোশলের।
.
তাই মিশরের ফেরাউন যেভাবে নিজেকে মিশরের সার্বভৌম ক্ষমতার অধিকারী দাবী করে আল্লাহ হয়ে বসেছিল এবং মিশরের একমাত্র আইন-বিধান দেওয়ার  অধিকারী দাবী করে রবের আসনে বসেছিল।
.
বরতমানেও যারা বাংলাদেশের বা অন্য যে কোন দেশের সার্বভৌম ক্ষমতার দাবী করে এবং নিজেদেরকে আইন-বিধান তৈরি করার অধিকারী মনে করে তাদের মধ্যে আর মিশরের তৎকালীন ফেরাউনদের মধ্যে কোন পার্থক্য নেই।
.
যদিও এরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়।মাঝে মাঝে শরীয়তের কিছু কিছু বিধাম পালন করে।
.
বরতমানে যারা মন্ত্রী-এম.পি হয়ে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে দাবি করেন।
.
যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করে এবং সে আইন মানতে জনগনকে বাধ্য করে আর যারা সেই আইন দিয়ে বিচার ফয়সালা করে তারা সকলেই ফেরাউনের মতই 'ত্বাগুত'।
.
এদের মুখোশ উন্মোচন করে জনগনের সামনে প্রকাশ করা এবং তাদের আনুগত্য থেকে জনগনকে সাবধান করা প্রতিটি মু'মিনের দায়িত্ব।
.
.
.
#বই:দ্বীন কায়েমের সঠিক পথ।
লেখক:আমার প্রান-প্রিয় শাইখ মুফতি জসীমুদ্দিন রহমানি হাফিযাহুল্লাহ।
পাতা নং:৬৬০।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top