সোমবার, ৩০ মে, ২০১৬

মুহাম্মদী কষ্টি পাথরে যাচায় করতে হবে,আমাদের এবং সলফে-সালেহীনদের পথ ও করমপদ্ধতীতে কতটা দুরত্ব সৃস্টি হয়েছে?

কোন মন্তব্য নেই:

#দিল্লির জামে মসজিদ,
লাল কেল্লা,কুতুব মিনার আর সোমনাথ মন্দিরের ইতিহাসও আজ আমাদের ওইতিহ্য মনে করাতে পারছেনা।
.
বাবরি মসজিদ,গুজরাট আর শাপলা রক্ত আমাদের বুকে শেল হয়ে বিঁধছে না।
.
যে জাতির নারীদেরকে আমরা ইযযত দিয়েছি,সেই জাতি আজ ভরা বাজারে আমাদের ইযযতের নিলাম করে ফিরছে।
.
অথচ আমরা দুই সেজদা আর গরু কুরবানির অনুমতির জন্য কেদে মরেও ধর্মীয় স্বাধীনতা ভোগ করছি বলেই তৃপ্তিরর ঢেকুর তুলছি।
.
ভুলে গেছি দারুল হরব আর দারুল ইসলামের মাসয়ালা।
.
অথচ শাহ আব্দুল আযীয মুহাদ্দেসে দেহলভী (রহ:) হিন্দুস্তানকে সেই সময় দারুল হারব ফতোয়া দিয়েছিলেন,
যখন দিল্লির মসনদে মুসলিম বসা ছিল।
.
আদালতের আইন-কানুন কাজীদের হাতেই ছিল বাহ্যিক দৃস্টিতে সব ধরনের ধর্মীয় স্বাধীনতা ছিল।
দুই ঈদ,জুমাহ এবং আযানের ব্যাপারেও কোন আপত্তি ছিলনা।
.
সেদিন তার ডাকে সাড়া দিয়ে সায়্যিদ আহমদ শহীদ (রহ:), শাহ ইসমাঈল শহীদ (রহ:) এবং মাওলানা আব্দুল হাই (রহ:) সহ সকল আল্লাহপ্রেমিরা ছুটে গিয়েছিলেন বালাকোঠের প্রান্তরে।
.
বিশ্বব্যাপী দেখেছে,
চাটাইয়ের উপর উপবিষ্ট জীরন-সীরন দেহ আর সম্বলহীন মোল্লা মোলভীরা তোপ-কামান উঠিয়েছেন।
.
নিজেদের ইলমের মান রাখতে ঘর-বাড়ী,বিবি-বাচ্চা,বড় বড় দ্বীনি মজলিশ সবকিছুকে আল বিদা বলে দিয়েছেন।
.
কুরান-হাদিসের দরস ছেড়ে কুরান-হাদিসের বিধি বিধান হেফাযত করতে দাড়িয়ে গেছেন।
.
ভুলে গেছেন কে শাইখুল হাদিস,কে শায়খুত তাফসীর, কে কুতুব আর কে আবদাল?
.
নির্বিশেষে সকলেই আল্লাহতায়ালার মানশা পূরন করতে ধুলি মলিন হয়েছেন।
কাদায় লুটোপুটি খেয়েছেন।শুকনা বাসি রুটির উপর দিন কাটিয়েছেন।ক্ষুধা সহ্য করেছেন।ভরৎসনাকারীদের ভরৎসনা সহ্য করেছেন।
.
#কুরান-হাদিস থেকে 'হেকমতে আমলী' আর 'মাসলাহাতপছন্দী'র সবকদাতাদের জবাব দিয়েছেন।
.
গাদ্দারী,অকৃতজ্ঞতা আর ঘর-বাড়ীর বিচ্ছেদ সহ্য করে অবশেষে এই মহান ব্যক্তিদের কাফেলা বালাকোঠের ময়দানে নিজের শেষ সম্বল জানটুকুও রব্বে কায়েনাতের সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছেন।
.
#আজ আমরা দ্বীনের খেদমত আঞ্জাম দেয়ার বাহানা করছি।অথচ ইসলামের শেয়ারগুলো(ধর্মীয় নিদর্শন) হেফাযত করাই দ্বীনের সবচেয়ে বড় খেদমত।তার জন্য নিজের ঘর,নিজের মাদরাসা এমনকি নিজের মাতৃভূমিও ছাড়তে হলেও।
.
#বিবেককে প্রশ্ন করুন,
শাহ আব্দুল আযিয মুহাদ্দেসে দেহলভী(রহ:) এর মতো মুহাদ্দিস এর কি এতটুকু অনুভূতি ছিলনা যে,
ইংরেজদের বিরুদ্ধে তার ফতোয়া কতটূকূ মসিবত বয়ে আনবে তার কি জানা ছিলো না?
.
তার কি জানা ছিলো না এই পদক্ষেপে হিন্দুস্তানের মাদ্রাসাগুলোর প্রত্যেকটা ইট ইংরেজরা খুলে নিবে?
.
কিন্তু তারপরেও কোন ব্যাথায় দিল্লিতে দ্বীনের মহা খেদমত আঞ্জামদাতা মাদ্রাসাগুলোকে দুশমনের তোপের নীচে রাখলেন?
.
উম্মতের হীরাগুলোকে একত্রিত করে কেনো শহীদ করালেন?
.
আমার মতো সল্পজ্ঞানী লোক যখন আকাবেরের ইতিহাস অধ্যয়ন করি এবং বরতমানের অবস্থা পর্যবেক্ষণ করি,
তখন অন্তর সামনে সফরের পরিবরতে অতীতের দিকে ছুটে যেতে চায়।
.
আজ নিজেদেরকে কাসেন নানুতবী আর মাহমুদ গজনবী (রহ:) মাপকাঠিতে পরখ করার সময় এসেছে।
.
মুহাম্মদী কষ্টি পাথরে যাচায় করতে হবে,আমাদের এবং সলফে-সালেহীনদের পথ ও করমপদ্ধতীতে কতটা দুরত্ব সৃস্টি হয়েছে?
.
এই পার্থক্য কেবলই শাখাগত?
.
নাকি বুনিয়াদী ভাবেই দুরে সরে গেছি?
.
কেবল কর্মপদ্ধতিতেই মতানৈক্য নাকি উদ্দেশ্য মিশন সবই উলট-পালট হয়ে গেছে?
.
উদ্দেশ্য এবং মিশন বাস্তবায়নের জন্য নিজেদের কুরবানি করছি নাকি নিজেদের জন্য উদ্দেশ্য এবং মিশন কুরবানী করা হচ্ছে?
.
নিজেকে বিলিয়ে দেবার আগ্রহ বাকী আছে নাকি বেচে যাওয়ার তামান্না দিলে(অন্তরে) বাসা করে নিয়েছে?
.
বালাকোঠের প্রেরনা আর শামেলীর স্পৃহা দীলকে উত্তপ্ত করে নাকি লন্ডন ওয়াশিংটনের নিমন্ত্রণ দ্বীনের খেদমতের নতুন তাকাযা শিখিয়ে দিয়েছে?
.
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাবের পরিবরতে মাসলাহাত আর কল্যান তো জায়গা করে নেয়নি?
.
বাংলা ও হিন্দুস্তানী মুসলিম ভাইদেরকে একটা প্রশ্ন করতে মন চাচ্ছে, প্রত্যেক মুসলমানের মতো আপনিও কি ইমাম মাহদীর অপেক্ষায় আছেন?
.
যদি ইমাম মাহদী এসে পড়ে তাহলে আপনি কি করবেন?
.
দেশের সংগ দিবেন নাকি ইসলামের সংগ দিবেন?
.
ইমাম মাহদীর সাথে মিলে বাংলা ও ভারত সেনাবাহিনীরর মুকাবেলা করবেন নাকি হেকমত আর মাসলাহাত সামনে নিয়ে ফায়সালা করবেন?
.
ইমাম মাহদীর সাথে মিলেই যদি জিহাদ করেন,তাহলে সেই জিহাদের হুকুম এখনো আছে।বাংলা ও হিন্দুস্থানের মুসলমানদের জন্য নিজেদের আগামী প্রজন্মকে মুসলমান করে রাখার জন্য হিন্দুদের থেকে স্বাধীনতা অরজন করতেই হবে।
অন্যথায় ধীরে ধীরে হিন্দুদের বিষ শিরায় শিরায় রক্ত হয়ে দোড়াতে থাকবে।
.
আপনি নিজের মুখে যতই দাবী করতে থাকুন যে,বাংলা ও হিন্দুস্থানের আপনার সব রকমের ধর্মীয় স্বাধীনতা আছে,
আপনাকে সমান অধিকার দেয়া হয়েছে,কিন্তু হিন্দুস্থানের বাহিরে আপনার অপদস্থতা দেখে গোটা বিশ্ব আফসোস করছে।
.
#আপনার অধ:পতনের উপর ছাপা রিপোর্টগুলো পড়ে তো এমন মনে হয় যে,
আপনাকে শুদ্র খাসী বানিয়ে দেয়া হয়েছে।
.
সময় খুবই সংক্ষিপ্ত।
আসুন অতীতকেই ফিরিয়ে আনি।
আলোচনা-পর্যালোচনা রাখুন।
.
শাহ আব্দুল আযীয(রহ:) যেসব কারনে এই উপমহাদেশকে দারুল হরব ঘোষনা করেছিলেন,সেগুলা অধ্যয়ন করুন।
.
বাংলা ও হিন্দুস্থানের মুসলমানদের উপর জুলুম-নিরযাতনের চিত্র দেখুন।
.
জেগে উঠুন,জাগিয়ে তুলুন।
.
বিশ্ব কাঁপানোর মিছিলে শরীক হোন।
.
মজলুম হওয়ার দিন শেষ।
.
এবার বদলা নেবার পালা।
.
.
.
#মাওলানা আসেম ওমর হাফিযাহুল্লাহ।
বই:দেশ বড় নাকি দ্বীন বড়?
পৃষ্টা:৬-৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top