সোমবার, ৩০ মে, ২০১৬

রাস্ট্র থেকে দ্বীন ইসলাম (ইসলামি জীবন ব্যবস্থাকে আলাদা করে বহু ইলাহ ও বহু রবের ইবাদতের রাস্তা খোলা হয়েছে।এরপরে রাস্ট্রীয় ও ধর্মীয় উভয় ক্ষেত্রেই শিরক ও বিদাত ঢুকানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

##রাস্ট্র থেকে দ্বীন ইসলাম
(ইসলামি জীবন ব্যবস্থাকে আলাদা করে বহু ইলাহ ও বহু রবের ইবাদতের রাস্তা খোলা হয়েছে।এরপরে রাস্ট্রীয় ও ধর্মীয় উভয় ক্ষেত্রেই শিরক ও বিদাত ঢুকানো হয়েছে।
.
.
#রাস্ট্রীয় শিরক ও বিদ'আত:
জনগন সমস্ত ক্ষমতার মালিক,
.
সংসদকে সার্বভৌম ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করা,
.
প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরির ক্ষমতা দেয়া,
.
মানব রচিত আইনে বিচার-ফায়সালা করা এবং সে আইন মানতে জনগনকে বাধ্য করা,
.
রাস্তার মোড়ে মোড়ে মূরতি তৈরি করা,স্কুল-কলেজ-ইউনিভারসিটির সামনে মূরতি তৈরি করা,
.
মুরতির সামনে নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা,
.
নগ্ন পায়ে হেটে যাওয়া,
.
মুরতিকে ফুল দেয়া,
.
শিখা চিড়ন্তন,
.
শিখা অনির্বানের নামে অগ্নি পূজা করা।
.
তাছাড়া প্যারেড করার সময় রাসুলের সুন্নাহ রাইট-লেফট(ডান-বাম) না বলে শয়তানের সুন্নাহ(লেফট-রাইট) বাম- ডান বলা,যাতায়াতের ক্ষেত্রে রাস্তার ডান দিকের পরিবরতে বাম দিক ব্যবহার করা ইত্যাদি রাস্ট্রীয় শিরক ও বিদ'আত।
.
.
.
#ধর্মীয় শিরক ও বিদ'আত:
মুসলিম জাতির খিলাফাহ ও বাই'আতের মতো গুরুত্বপূরন জাতীয় ও রাস্ট্রীয় বিষয়কে ব্যক্তি পর্যায়ে এনে পীর প্রথা চালু করে গোটা মুসলিম উম্মাহকে এক খলীফা বা ইমামের অধীনে ওইক্যবদ্ধ হওয়ার পথকে স্থায়ীভাবে রুদ্ধ করে দিয়ে বিভিন্ন দল-উপদল,ফেরকা,মনগড়া ত্বরীকা ইত্যাদিতে বিভক্ত করা।
.
পীরদের নামে বিভিন্ন ত্বরিকা তৈরি করা।
.
তাছাড়া কবর পুজা, মাজার পূজা,পীর পুজা,কুমির পূজা,কচ্ছপ পূজা,
পাথর পুজা,কবরে ফুল দেয়া,
টাকা-পয়সা,আগরবাতি-মোমবাতি দেয়া,এমনকি সেজদা করা ও প্রার্থনা করা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।
.
পীর-বুজুরগ আর খাজাবাবা,গাঁজা বাবা,লেংটা বাবাদেরকে গাউজ, কুতুব,আবদাল,আকতাব,
আওতাদ,বান্দানেওয়াজ,
গরিব নেওয়াজ,আতাবখশ,গঞ্জে বখশ,গাউছুল আজম ইত্যাদি উপাধি দিয়ে তাদেরকে এবং নবী, ফিরিশতা,
ওলি-আউলিয়া,সাধু-স্বজনদের সকল প্রয়োজন পুরনকারী, তাদেরকে আল্লাহ এবং বান্দার মধ্যে "মাধ্যম " সাব্যস্ত করে তাদেরকে ক্ষমতার অধিকারী, হেদায়াত দানকারী এবং ইলাহী ব্যবস্থাপনার মধ্যে পরিবরতন ও সংযোজন করার অধিকারী বিশ্বাস করে তাদেরকে রবের আসনে বসানো।
.
.
.
#বই :কিতাবুত তাওহীদ।
লেখক:মুফতি জসীমুদ্দিন রহমানি।
পাতা নং:ভূমিকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top