সোমবার, ৩০ মে, ২০১৬

হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। সেইজন্য টাইপ করলাম।

কোন মন্তব্য নেই:

হঠাৎ একটা কথা মনে পড়ে গেল।
সেইজন্য টাইপ করলাম।
.
ওহ আমার জাতি!
আমি তো প্রায় বলে থাকি,,
১ লক্ষটা শুন্য বসালেন।এর কোন মূল্য আছে????সবাই বলল না।
কিন্তু ১লক্ষ শুন্যের আগে একটা ১ বসান।
তাহলে কি হবে শুন্যের দাম বেড়ে হবে ১ লক্ষ।
.
ঠিক একই রকমভাবে,
আপনি সারা জীবন সালাত আদায় করলেন,রোজা রাখলেন,তাসবীহ পড়লেন,যিকির করলেন, সবক আদায় করলেন,হ্বজ্জ করলেন,তাবলীগের চিল্লায় গেলেন আর চার চিল্লা লাগালেন কিন্তু আপনার ঈমান ঠিক নাই, ঈমানে শিরক-কুফর আছে, তাওহীদ ঠিক নাই অথবা ত্বাগুতের সাথে কুফুরী করেন নি।তাহলে আপনার সারা জীবনের আমলগুলো হয়ে গেল ১ লক্ষ শুন্যের মত।যদি আপনার ঈমান ঠিক থাকত তাহলে এই শুন্যগুলা মানে আমলগুলা মিলে ১ লক্ষ হয়ে যেত।
.
এক ছাড়া যেমন হাজার হাজার,লক্ষ লক্ষ শুন্যের কোন দাম নেই,ঠিক তেমনিভাবে হাজার আমল করেন সবই শুন্য হবে ঈমান ঠিক না থাকলে।
.
এই ঈমানের কোন খবর নাই।
এই ঈমানের দাওয়াত না দিয়ে শুধু নামাজ পড়,ফাযায়েলে আমল পড়,
বুজুর্গদের কাহিনী শুন,
চিল্লায় যাও,
কালিমা পড়,
মাথায় পাগড়ি পড়,
মুখে দাড়ি রাখ,
শুধুই এই দাওয়াত।
.
#হাজার হাজার সাহাবায়ে কেরাম রয়েছে তাদের ইতিহাস শুনলে ঈমানের জজবা চলে আসে।
.
এই সাহাবায়ে কেরামদের কোন খবর নাই আছে শুধু কোন বুজুর্গ আকাশে উড়েছেন,কোন বুজুর্গ জংগলে ছিল এই কাহিনীর বয়ান।
.
#আল্লাহতায়ালা কুরানে শুধু সুরা কামার-এ বলেছেন চার বার, কেউ কি আছ কুরানকে অনুধাবন করার?
আমি কুরানকে সহজ করে দিয়েছি।
.
আর এই তাবলীগ ওয়ালারা শুধু ফাযায়েলে আমল পড়ান।আর যখন অভিযোগ করা হয় কেন কুরান পড়ান না?তখন তারা বলে,কুরান মানুষ বুঝবেনা।এগুলা আমাদের কাকরাইল এর মুরব্বিদের কাছে গেলে তারপর বুঝবে।
.
#"আল্লাহতায়ালা মু'মিনদের জান-মাল ক্রয়ের নিশ্চয়তা দিয়েছেন জান্নাতের বিনিময়ে।"---এই এতটুকু আয়াত পড়ে তারপর বলে হে মুসলিম ভাইয়েরা আপনারা আসুন তাবলীগ এ আল্লাহর রাস্তায় সময় দিন।এক চিল্লা হলেও আল্লাহর রাস্তায় সময় দিন
.
অথচ আল্লাহ তায়ালা সেই মুমিনদের জান-মাল ক্রয়ের নিশ্চয়তা দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, কিতাল করে।যারা মারে ও মরে।
.
কিন্তু এই মিথ্যাবাদী তাবলীগ কুরানের আয়াতটি পর্যন্ত বিকৃতি করতে দ্বিধা বোধ করে নি একটু চিন্তা করে দেখুন।
.
.
আল্লাহর কসম!
ইনশাল্লাহ আমি যদি এই তাবলীগ এর ভন্ডামি একটা একটা ফাস করতে থাকব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top