মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

হেযবুত তওহীদ কি মুসলিম?

কোন মন্তব্য নেই:

'হেযবুত তওহীদ' কি মুসলিম? তাদের ধর্মবিশ্বাস কি?
.
(সচেনতার জন্য পোস্টটি শেয়ার করুন বা মতামত দিন)
.
কিয়ামতের আগে 'ফিতনা' (মানুষকে পরীক্ষায় ফেলে দিবে এমন ধোঁয়াসাচ্ছন্ন বিষয়) বৃষ্টির ফোঁটার মতো অনবরত পতিত হবে। তখন সত্য-মিথ্যা নিরূপণ কঠিনতর হয়ে যাবে এবং বহুলোক বিভ্রান্ত হয়ে পড়বে। এমন ভবিষ্যদ্বানী সহীহ বোখারী সহ বিভিন্ন হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে।
.
'মানবতার কল্যানে নিবেদিত' এমন মধুর শ্লোগানের আড়ালে বহু সংগঠন ঈমান লুন্ঠন করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এমনই একটি সংগঠন বায়জীদ খান পন্নী প্রতিষ্ঠিত 'হেযবুত তওহীদ'। এই ফেরকার প্রধান টার্গেট এবং সকল সমালোচনার কেন্দ্রবিন্দু হলেন বিনাবিচারে সকল আলেম/মাওলানা/জামাতী/হেফাজতী/ওহাবী/জুব্বা ও দাড়িটুপি ওয়ালা মোল্লা/শায়খ ইত্যাদি। তাদের সব বক্তব্যের খোলাসা হলো হুজুররাই বিশ্বের সবচে খারাপ লোক। এরা ‘এসলাম’কে বিকৃত করেছে। এটাই তাদের সাইটের প্রায় প্রতিটি প্রবন্ধের নির্যাস। হুজুর ও মাওলানা বা শায়েখদের হাত খেকে রক্ষার জন্য ‘এমামুয যামান’ (পন্নী) এর আনুগাত্য করতে হবে। নিন্মে উল্লেখিত হেযবুত তওহীদের বিভিন্ন বিশ্বাস ও মন্তব্য থেকে তাদের ধর্মীয় পরিচিতি যে কেউ অনুমান করতে পারবেন।
.
★ মিস্টার পন্নী আল্লাহর পক্ষ থেকে ওহী ও মু'জিযা প্রাপ্তির দাবি করে পরোক্ষভাবে নিজেকে নবী দাবি করেছেন। তার বক্তব্যে তিনি বলেছেন-অনেক নবী রাসুল মহাসত্য পেয়েবো ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি ওহী পেয়ে সফল হয়েছেন! (তাদের আফিসিয়াল ওয়েবসাইটের এই প্রবন্ধের সর্বশেষ প্যারা দ্রষ্টব্য। আর বক্তব্যের লিংক কমেন্টে)
http://hezbuttawheed.org/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/
.
★এখনকার সময়ের জন্য তিনিই (পন্নী) আল্লাহর মনোনীত এমাম। কাজেই এই সময়ে যারা মো’মেন মুসলিম হতে চায়, আল্লাহর সঠিক দিক নির্দেশনা, হেদায়াহ লাভ করতে চায় তাদের এমামুযযামানের আনুগত্য করা ছাড়া মুক্তি নেই। (হিযবুতের সাইটে ‘মাননীয় এমামুযযামান’ বিষয়ের অধীনে রচিত ‘যামানার এমাম’ শব্দের অর্থ কী?’ প্রবন্ধের শেষ প্যারা। http://hezbuttawheed.org/%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0-2/)
.
★ ইসলামের নামে তারা এমন এক 'এসলাম' কায়েম করতে চায় যাতে সালাত হলো কুচকাওয়াজ। (http://hezbuttawheed.org/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%80-3/ এছাড়াও ভিডিও লিংক কমেন্টের ঘরে)
.
★ হাজ্জ সম্পর্কে হেযবুত তওহীদের ধারণা, এটি কোন ইবাদত নয়, নিছক
কনফারেন্স। তাদের ভাষায়- 'হাজ্জ কোন তীর্থ যাত্রা নয়, আন্তর্জাতিক কনফারেন্স। এসলামের অন্য সব কাজের মতোই আজ হজ্ব সম্বন্ধেও এই জাতির আকীদা বিকৃত হয়ে গেছে। এই বিকৃত আকীদায় হজ্ব আজ সম্পূর্ণরূপে একটি আধ্যাত্মিক ব্যাপার, আল্লাহর সান্নিধ্য অর্জন করার পথ। প্রথম প্রশ্ন হোচ্ছে- আল্লাহ সর্বত্র আছেন, সৃষ্টির প্রতি অনু-পরামাণুতে আছেন, তবে তাঁকে ডাকতে, তাঁর সান্নিধ্যের জন্য এত কষ্ট কোরে দূরে যেতে হবে কেন?' (http://hezbuttawheed.org/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae/ প্রথম প্যারার শুরু)
.
★ তাদের আকীদা, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন ধর্মকেই বাতিল করেননি, বরং সবগুলোকে সংরক্ষণ ও সত্যায়ন করেছেন। তাই সব ধর্মই সত্য এবং মান্যযোগ্য। (http://hezbuttawheed.org/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87-3/)
.
★ বর্তমান ইসলাম বিকৃত ইসলাম। সারাবিশ্বের কোথাও সঠিক 'এসলাম' নেই। (অফিসিয়াল সাইটের প্রায় সব কলামের সারাংশ)
.
★ সব মাওলানারা মৌলবাদী এবং ধর্মব্যবসায়ী। (অফিসিয়াল সাইটের প্রায় সব কলামের সারাংশ)
.
★ দাড়ি-টুপি ইত্যাদি কোন মতেই ইসলামের লেবাস নয়। (http://hezbuttawheed.org/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8/)
.
★ সারা বিশ্বের 'মোসলেম'দের আল্লাহ মনোনীত নেতা হলেন-'এমামুযা যামান' (যুগের নেতা) পন্নী, তার আনুগাত্য করা ফরজ। (http://hezbuttawheed.org/%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0-2/)
.
★ তারা আরো বলে, সকল ধর্মই সমান। শুধু কুরআন দ্বারায়ই ফয়সালা করা যাবে না, সব ধর্মগ্রন্থ দিয়ে ফয়সালা করতে হবে। -(হিযবুতের মুখপত্র) দৈনিক দেশের পত্র, সপ্তাহিক সংকল সংখ্যা ২৪ এর প্রচ্ছদ। (হিযবুতের আরেক মুখপুত্র) দৈনিক বজ্রকন্ঠ পত্রিকা বিভিন্ন সংখ্যা। এছাড়াও ওয়েব সাইটে এ বিষয়ে তথ্য ভরপুর।
.
★ তারা নুহ্ আ. কে রাজা মনু, ইদ্রীস আ: কে যুধিষ্ঠির, ইব্রাহীম (আ.) মনে করে। এছাড়াও হিন্দুদের অবতার 'শ্রীকৃষ্ণ' এবং বৌদ্ধদের গৌতমবুদ্ধকে আল্লাহর নবী মনে করে। (হিযবুতের সাইটে ‘ধর্মগ্রন্থ ও শাস্ত্রের বিধানই মানুষকে শান্তি দিয়েছে’ শীর্ষক প্রবন্ধ।http://hezbuttawheed.org/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac-3/)
.
★ হাদীসে বর্ণিত দাজ্জাল কোন ব্যক্তি নয় (তাই হাদীসে ঈসা আ: কতৃক তাকে হত্যার বিষয়টিও মিথ্যা!) দাজ্জাল হলো ইয়াহুদী-খৃষ্টান সভ্যতা। (http://hezbuttawheed.org/category/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2/)
.
★বিনা বিচারে সব আলেম/মাওলানারা ধর্ম ব্যবসায়ী, সত্য গোপনকারী, মৌলবাদী। (http://hezbuttawheed.org/category/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be/)
.
এছাড়াও কিছু তথ্যচিত্র কমেন্টের ঘরে।
.
.
★উপসংহার: হেযবুত তওহীদের বক্তব্য ও কর্মকাণ্ড থেকে স্পষ্ট, এরা মুসলিম নয়। বরং  মুসলিম জাতিকে ধ্বংসের জন্য ইয়াহুদী-খৃস্টানদের হাতে নেওয়া নানা চক্রান্তমূলক প্রকল্পের একটি। আলেম সমাজের প্রতি ঘৃণা সৃষ্টি করে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার পেছনে মূল টার্গেট হলো, সাধারণ মানুষকে নাস্তিকতা কিংবা ভিন্ন ধর্মে দীক্ষিত করা।  কিন্তু কয়জন মুসলিম তাদের প্রকৃত পরিচয় জানে? বরং অনেকে ব্যতিক্রম কিছু দেখলেই সেদিকে ঝুঁকে পড়েন এবং দীনের সঠিক ইলম না থাকায় বিভ্রান্ত হন। আল্লাহ আমাদের হেফাজত করুন। সময় থাকতে এদের বিরোদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে না পারলে এক সময় মোকাবেলা করা কঠিন হয়ে পড়তে পারে।
.
.
লিখেছেন; শায়েখ Ahmad Ullah

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top