মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

ইসলামের প্রাথমিক যুগে উম্মতের বাচ্চাগনও এই কথাটা বুঝত। তারা নিজে দাঁড়িয়ে মুহাম্মদ (সা:) এর কাছে অনুরোধ করত জিহাদে যাওয়ার জন্য। অথচ এই কথাটি উম্মতের যুবকদেরও বুঝে আসছেনা।

৩টি মন্তব্য:

ইসলামের প্রাথমিক যুগে উম্মতের বাচ্চাগনও এই কথাটা বুঝত।
তারা নিজে দাঁড়িয়ে মুহাম্মদ (সা:) এর কাছে অনুরোধ করত জিহাদে যাওয়ার জন্য।
অথচ এই কথাটি উম্মতের যুবকদেরও বুঝে আসছেনা।
.
যে বিষয়টা উম্মতের মহিলারাও ততকালীন সময়ে বুঝত,তা আজ উম্মতের পুরুষেরা পর্যন্ত বুঝতে পারছেনা।
.
আজ উম্মতের পুরুষদেরকে,
যুবকদেরকে বুঝাতে হয় জিহাদ কি?
জিহাদ কাকে বলে?
কিতাল কাকে বলে?
আজ সবাই স্বঘোষিত মুজাহিদ।
.
যেই ব্যক্তি দু'এক কথা বক্তব্য দিতে পারেনন তিনিও মনে মনে মুজাহিদ।
.
যিনি দু'কলম লিখে ফেলেছেন তিনিও মনে মনে মুজাহিদ।
.
যে ট্যাক্সি চালাই সেও বলে এটাও একটা জিহাদ।
.
যে বাচ্চা রক্ষনাবেক্ষন করে সেও বলে জিহাদে আছি।
.
বুঝে আসেনা আজ গোটা উম্মত জিহাদে থাকার পরও উম্মতের উপর এত জুলুম,অত্যাচার ও অপমান আসে কিভাবে?
.
জিহাদের সাথে তো ইজ্জতের সমপরক।
জিহাদের মাধ্যমে তো ইজ্জত,সম্মান বেড়ে যাই ও খিলাফাত প্রতিস্টা হই।
.
কিন্তু চারিদিকে শুধু মুজাহিদ আর মুজাহিদ থাকার পরও উম্মত আজ এত অপমানিত,মুসলমানদেরকে গনহারে হত্যা করা হচ্ছে,পবিত্র কুরানকে অপমান করার জন্য জ্বালানো কিংবা মলমূত্র পরিস্কার করার জন্য ব্যবহার করছে,বাবরী মসজিদ শহীদ করা হয়েছে, মসজিদে আকসা আজ ইয়াহুদীদের দখলে।
.
বুজে আসেনা,
যারা নিজেদেরকে মুজাহিদদের থেকে একটু নিচে স্থান দিতে রাজি নই,
যারা নিজের ঘরের মাটিকেও জিহাদের ময়দান মনে করছেন,
যারা ঘরের চেয়ারে বসাকেও জিহাদের সমান মর্যাদার মনে করছেন তাদের জিহাদগুলো কি ধরনের জিহাদ??????????????????
.
.
.
#মাওলানা মাসউদ আযহার হাফিযাহুল্লাহ।

৩টি মন্তব্য:

  1. জিহাদে যাওয়ার নেতৃত্ব শূন্যতা। আমাদের দেশে যারা নিজেদের কে ইসলামী দল মনে করে তা নিজেরাই সঠিক ইসলামে উপর নেই। তারা তাদের নিজেদের ক্ষমtaয় কিভাবে যাওয়া যায় তাই নিয়ে ভাবে।

    উত্তরমুছুন
  2. জিহাদে যাওয়ার নেতৃত্ব শূন্যতা। আমাদের দেশে যারা নিজেদের কে ইসলামী দল মনে করে তা নিজেরাই সঠিক ইসলামে উপর নেই। তারা তাদের নিজেদের ক্ষমtaয় কিভাবে যাওয়া যায় তাই নিয়ে ভাবে।

    উত্তরমুছুন

 
back to top