বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

ওহে আমার মুসলিম ভাইয়েরা! . এক জমানা এমন ছিল রোম বাদশাহের দরবারে এক রুমি

কোন মন্তব্য নেই:

ওহে আমার মুসলিম ভাইয়েরা!
.
এক জমানা এমন ছিল রোম বাদশাহের দরবারে এক রুমি সেনা অফিসার একজন মুসলমান কয়েদির চেহারায় থাপ্পর মেরেছিল।
.
মুসলিম কয়েদি থাপ্পড় খেয়ে আমিরুল মু'মিনীন মুয়াবিয়া (রহ:) কে উদ্দেশ্য করে বলে উঠল,মুয়াবিয়া আপনি আমাদের আমির আর আমার চেহারায় থাপ্পর মারা হচ্ছে।
.
আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন তা ঠিক করে রাখুন।
.
তখন সেখানে মুয়াবিয়া (রা:) এর পক্ষ থেকে গোয়েন্দা উপস্থিত ছিল।সাথে সাথে এই খবর মুয়াবিয়া (রা:) এর দরবারে পোছে গেল।আমিরুল মু'মিনীন নিজের ঘুম নিজের আরাম সবকিছুকে নিজের উপর হারাম করর দিলেন।
.
খাওয়া-দাওয়া ছেড়ে দিলেন আর বলতে লাগলেন আমি মুসলমানদের আমির আর মুসলমানদের মুখে থাপ্পড় মারা হচ্ছে

এই বিশাল শক্তির কি ফায়দা?যা দ্বারা মুসলমানদের ইজ্জত রক্ষিত হইনা।
.
ওই শক্তির কি যোক্তিকতা?যা দ্বারা মুসলমানদের চেহারা সুরক্ষা পাই না।
.
হযরত মুয়াবিয়া(রা:) নিজের সেনাপতিকে ডাকলেন,
বললেন,এই নাও আমার খাজানা,এই তার চাবি।যাও যত খরচ প্রয়োজন খরচ কর।
কিন্তু তাকে বন্ধী করে নিয়ে আস যেকোন মুল্যে যেই ব্যক্তি আমার মুসলমান কয়েদি ভাইয়ের গালে থাপ্পড় মেরেছে।
.
সেনাপতি নোকা তৈরি করলেন,তোপ হাতিয়ার নিলেন,সামুদ্রিক পথে রোম পোছে গেলেন।শেষ পরযন্ত সেই রোম সেনাপতি কে পায়ে বেড়ি দিয়ে গ্রেপ্তার করে নিয়ে এলেন।
.

আমিরুল মু'মিনীন এর খেদমতে উপস্থিত করলেন।আমিরুল মু'মিনীন সেই মুসলিম কয়েদিকে বললেন,তোমার গালে যেই কুফফার থাপ্পড় মেরেছিল সেই কুফফার রোম সেনাপতি আজ তোমার সামনে উপস্থিত।তুমিও তার গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও।মুসলমান কয়েদী সেই সেনাপতির গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিলেন।
.
আমিরুল মু'মিনীন মোয়াবিয়া(রা:) এখন রোম বন্ধী সেনাপতিকে ছেড়ে দিয়ে বললেন, যাও তুমি এখন মুক্ত।তুমি রোমের বাদশাহের দরবারে গিয়ে এই কথা বলবে,আমরা মুসলমান,আমরা এক কালেমাওয়ালা,আমরা আল্লাহর নাম নিয়ে থাকি,আমরা মুহাম্মদে আরবী(সা:) এর কালেমা পড়ে থাকি, আমরা এক শরীরের মত,আমরা এক প্রানের মত,আমাদের রক্ত এক,আমাদের চিন্তা-ভাবনা এক।
যদি একজন মুসলমানের গালে থাপ্পড় পরে তাহলে গোটা মুসলিম জাতি তোমাদের কাছ থেকে তার প্রতিশোধ নিয়েই ক্ষ্রান্ত হবে।
.
.
.
মাওলানা মাসউদ আযহারের জিঞ্জির ছেড়া কারাগার বইয়ের ১৩,১৪ নং পাতা থেকে নেয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
back to top